চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্হ গাছবাড়িয়া সড়ক ভবনের সামনে যাত্রীবাহী বাসে সোমবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাকারবারী মা ও ছেলেকে আটক করেন। এ সময় পুলিশ তাদের তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃতরা হলো কক্সবাজার জেলার উত্তর নুনিয়া ছড়াস্হ রাশিয়া ফিশারী এলাকার আবদুল জলিল প্র:-ইউছুফ এর স্ত্রী মোহছেনা(৪৭) ও ছেলে রহমান প্র:-রায়হান(১৯)। পরে মাদক নিয়ন্ত্রন মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসোন সত্যতা নিশ্চিত করেন।