চট্টগ্রামের চন্দনাইশে রোববার বিকালে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার ভিডিও কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে চন্দনাইশে ৬৫জন গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলার হাশিমপুরে -২০ এবং কাঞ্চনাবাদ এলাকায় ৪৫ পরিবারের প্রত্যেককে ২শতক জমির উপর ২লক্ষ ৮০হাজার টাকা ব্যয়ে নির্মিত অনন্দমুখর পরিবেশে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে আগামী ২৬ এপ্রিল গৃহ প্রদান করা হবে বলে জানান।