মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও মাদ্রাসার তিন উপজেলা ১২০জন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ব (২৪ এপ্রিল ) মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১০টা থেকে শুরু হয় এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণটি এবং শেষ হয় বিকেল ৫টায়।
ওরিয়েন্টেশনটি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি গবেষনা কর্মকর্তা (প্রশিক্ষণ) সহকারী অধ্যাপক কর্মসূচীর আশ্রাফুল মামুন। রিসোর্স পার্সন মুহাম্মদ সাইদ উর রহমান,এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আতাউর রহমান নেকী, উপজেলা ভাইস চেয়ারম্যান, গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাকির হোসেন,মেঘনা উপজেলা শিক্ষা অফিসার মো. ফারুক হোসেন,তিতাস উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নরুল ইসলাম,।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সরকার কাদের উপবৃত্তি দিচ্ছে, কারা কারা উপবৃত্তির আওয়ায় পড়ে? কিভাবে উপবৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করবে, কেনো উপবৃত্তি দেওয়া হয়সহ উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মান বৃদ্ধিতে ও সবাইকে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মেঘনা, তিতাস, গজারিয়া তিনটি উপজেলা মোট ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষক উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ সময় তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকর উপস্থিত ছিলেন