মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে জয়পুরহাটে কালাই উপজেলায় ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর। আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিকভাবে জমির দলিল, খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি তাদের হাতে হস্তান্তর করা হবে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় ৩০টি সরকারির দুই শতক জমিতে সরকারি ব্যবস্থাপনায় দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ঐসব ঘরে সুপেয় পানি, বিদ্যুৎ সংযোগ, স্যানিটেশন ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা থাকবে।
উক্ত প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান, দৈনিক আমাদেরসময় কালাই উপজেলা প্রতিনিধি আব্দুন নূর নাহিদসহ গণমাধ্যমকর্মীরা।