‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ করা হয়। মালখানগর ইউনিয়নের ২ টি ডিলারের মাধ্যমে ৩২২ জন করে সুবিধাভোগিদের মাঝে এ চাউল বিতরণ করা হয়। রোববার সকাল ৯ টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। ১০ টাকা কেজি দরে মাথা পিছু কার্ডধারীদের ৩০ কেজি করে চাউল দেওয়া হচ্ছে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিতরণ করা হবে। মালখানগর ইউনিয়নের আনোয়ার ট্রেডার্সের স্বত্ত্বাধীকারি মো. আনোয়ার হোসেন জানান, গত মাসে ৭ তারিখে চাউল দেওয়া হয়েছিলো। আজ (রোববার ) আবার দেওয়া শুরু হয়েছে। আগে গোডাউন থেকে এনে বিতরণ করতে হতো। এখন সরকার কোম্পানির মাধ্যমে ডিলারদের কাছে পৌছে দেওয়ায় কিছুটা সুবিধা হয়েছে। আমরা জনগণকে সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করছি এবং ইউনিয়নের প্রতিটি গ্রামে মসজিদের মাইকে প্রচার দিচ্ছি।
সুবিধাভোগী অনেকে এ চাউল পেয়ে খুশি। এবার ঈদের আগ মুহুর্তে চাউল পেয়ে তারা আরো বেশি উপকুত হয়েছেন বলে জানান, তারা প্রধানমন্ত্রীর দেওয়া এই চাউল পেয়ে তার জন্য দোয়া করছেন। তাবে তারা আরো জানান, মাঝে মাঝে কিছু খারাপ চাউল আসে সেগুলো দেখে দেওয়ার দাবী করেন। প্রতি মাসে এভাবে চাউল দিলে তারা আরো উপকৃত হতেন।