মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘরের চাল থেকে পড়ে জজ মিয়া (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জজ মিয়া গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত বারেক মিস্তিরি ছেলে। কাঠ মিস্ত্রি পেশায় তিনি কর্মরত ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গেল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাতেনিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোডিং এর একটি টিনসেট ঘরের চালা পরিবর্তনের সময় পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহাআলম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে জজ মিয়া মিয়া মারা যায়।