লায়ন্স ক্লাব সেনবাগ সেন্ট্রাল এর উদ্যোগে ইফতার মাহফিল ও ক্লাবের নতুন সদস্যদের অন্তর্ভুক্তি, শপথ গ্রহণ এবং অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২২এপ্রিল) রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব সেনবাগ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক হিসেবে উপস্থিত ছিলেন। অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ ই ২ এর গর্ভনর (ডিজি) লায়ন এ.টি.এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন এ.বি.এম আনোয়ারুল বাছেত, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন আহাম্মদ উজ-জামান ও সেন্ট্রাল কমিটির সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব সেনবাগ সেন্ট্রালের অধীনে দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য কিছু ব্যাবসায়ী, সরকারি ও বেসরকারি কর্মকর্তা মিলে মোট ৪৩ জন নতুন সদস্য শপথ বাক্য পাঠ করে ডিস্ট্রিক্ট গভর্নরের হাত থেকে আনুষ্ঠানিকভাবে "লায়ন ব্যাজ" গ্রহণ করেন, যা সম্ভবত লায়ন্স ক্লাব বাংলাদেশের ইতিহাসে একদিনে নতুন সদস্য সংখ্যা সংযোজনের সর্বোচ্চ রেকর্ড।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের নিয়মিত সার্ভিস কার্যক্রমের অংশ হিসেবে সৈয়দ হারুন ফাউন্ডেশনের "লাখপতি প্রজেক্ট" এর আওতায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার যে ৬০০ জন দরিদ্র, দুঃস্থ ও অসহায় ফ্যামিলির মধ্যে গত সপ্তাহে ইফতার ও ঈদ উপহার-সামগ্রী বিতরণ করা হয়, তাদের মধ্যে থেকে সম্পূর্ণ নিরপক্ষে পদ্ধতিতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে লটারির মাধ্যমে বাছাইকৃত জনাব রকি-উল্লাহকে পূর্ব ঘোষিত ১লাখ টাকা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিক্ট গভর্নর ও সেনবাগ সেন্ট্রালের সভাপতি যৌথভাবে হস্তান্তর করেন। একই সাথে সেনবাগের ছিলোনিয়া বাজারস্থ (দক্ষিণ) এতিমখানায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা এতিমখানার উপদেষ্টা ও ছিলোনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন আবদুস সাত্তার, সভাপতি লায়ন সেকান্দার মানিক ও কোষাধ্যক্ষ লায়ন মিজানুর রহমানের নিকট প্রদান করা হয়। এখানে আরো উল্লেখ যে, টপস্টার গ্রূপের সহযোগী প্রতিষ্ঠান অমৎড়ংঃধৎ ঋধৎস এবং গবমধঝঃধৎ ঞবপযহড়ষড়মু এর পক্ষ থেকে যৌথভাবে আয়োজিত লটারির মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিতি অথিতিদের মধ্যে ১০ টি আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি সবাইকে বাংলাদেশে গবমধঝঃধৎ ঞবপযষড়হড়মু এর পরিবেশনায় বাজারজাতকৃত জরাবৎংড়হম ব্র্যান্ডের বিশেষ হেডফোন উপহার হিসেবে প্রদান করা হয়।