জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ টু মেরুরচর নতুন সড়কে ফলদ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী সড়কের দুই পাশে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। মেরুরচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক নিজস্ব অর্থায়নে এসব গাছের চারা রোপন করেন।
জানা যায়,জব্বারগঞ্জ ব্রীজের পশ্চিম পাশ থেকে চিনারচর হয়ে মেরুরচর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটা সড়ক নির্মান করা হয়। নদীর তীর ঘেষেঁ সড়কটি নির্মান হওয়ায় ভাঙ্গনের ঝুকিঁ রয়েছে। সড়কটি যাতে ভেঙ্গে না যায় সেজন্য সড়কের দুই পাশে গাছ লাগানোর উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। শনিবার নিজস্ব অর্থে সড়কের দুই পাশে গাছে চারা রোপন করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু,ইউপি সদস্য আনোয়ার হোসেন ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম বানু প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন,সড়কটি নবনির্মিত। নদীর তীরবর্তী হওয়ায় বন্যার সময় ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই ভবিষ্যত ভাঙ্গন রোধে সড়কের দুই পাশে বিভিন্ন জাতের গাছ রোপন করা হয়েছে।