আজ রোজ শনিবার সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে গজারিয়ার বাউশিয়া পাখির মোড় এলাকায় কাজী ফিডমিলের পন্যবাহী ট্রাক আনলোডের জন্য দীর্ঘখন রাস্তার পাশে অপেক্ষামান থাকা অবস্থায়,অন্য এক ট্রাকের হেল্পার নাছির শারীরিক ক্লান্তি দূর করার নিমিত্তে একটু বিশ্রামের জন্য গাড়ির নিচে ঘুমিয়ে পরে,হঠাৎ করে ঐগাড়ির ড্রাইভার গাড়ি নিচে ঘুমিয়ে থাকা নাছিরকে না দেখে ফিডমিলের দিকে রওনা দেয়ার সাথে সাথে চাপা পরে মর্মান্তিক ভাবে আহত হয়।
নিহত বেক্তি মোঃ নাছির, গ্রাম কাঞ্চন পাড়া,থানা নীলফামারী,জেলা নীলফামারী।
স্থানীয় সূত্রে দীর্ঘক্ষন যাবত ছেলেটি রাস্তার পাশে আহত অবস্থায় পরে থাকে,পরে স্থানীয় লোকজন ও ভবেরচর হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত্যু ঘোষণা করে।
এ বেপারে ভবেরচর হাইওয়ে পুলিশের এস আই শরীফ জানান,যে এরিয়ায় ঘটনা ঘটেছে তা আমাদের হাইওয়ের আওতায় নয়, তারপরও মানবিক দৃষ্টিকোন থেকে যতটুকু সহযোগিতার দরকার করেছি,ঘাতক ট্রাকটিকে আটক করতে পেরেছি, কিন্তু ঘাতক ড্রাইভার পলাতক,যাহার নাম্বার ঢাকা মেট্রো - ট ২০-৯৫১৩ এবেপারে পরবর্তীতে কোন ব্যবস্থা গ্রহন করা হবে কিনা তা হাইওয়ে ওসি স্যারের সাথে আলোচনা করে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহন করবো।ভিকটিমের পক্ষ থেকে যদি কেহ মামলা করতে চায় তাহলে গজারিয়া থানা এসে মামলা করতে পারবে।