চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে শনিবার ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নান্দনিক ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে এই চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ( পি কে এস এফ) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা এই চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেন। ফ্রী চিকিৎসা ক্যাম্পে শতাধীক রোগীকে মেডিসিন চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ চৌধুরী আরজিত বড়ুয়া।
চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন, মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শ্রীমৎ শাসনানন্দ মহাথে র বিএ (সম্মান) এম এ (ফাস্ট ক্লাস)। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়াা, হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, মমতার প্রোগ্রাম অফিসার বাবর শাহ্। প্রবীন সমাজকর্মী বিজয় দর্শন বড়ুয়া, মমতার ওয়ার্ড কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রনজিত কুমার বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা নিপন বড়ুয়া, ইশু তোষ বড়ুয়া সার্জেন (অব) বাংলাদেশ সেনা বাহিনী, প্রকৌশলী মনোরঞ্জন বড়ুয়া প্রমূখ। গ্রামের হৃত দরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিহার পরিচালনা কমিটি।