চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল করেছে নোয়াখালীর সেনবাগ পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় সংলগ্ন রেসিডেন্সিয়াল মাদ্রাসা মাঠে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন। এ সময় নেতা-কর্মীদের অনুরোধে বিশেষ বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল আলম,অর্জুনতলা ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজী জাফর আহম্মদ, সেনবাগ পৌরসভার কাউন্সিলর বেলাল হোসেন,কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ মহিন উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সদস্য ফিরোজ সাহেব উদ্দিন রাসেল,যুগ্ন আহ্বায়ক নুর নবী রাজু,পৌর যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন স্বপন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানা উল্যা,পৌর ছাত্রদলের আহ্বায়ক আলা উদ্দিন প্রমুখ। ইফতারের পূর্বে মিলাদ ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়।