নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া-সোনাইমুড়ি সড়কের ছাতারপাইয়া পশ্চিম বাজারে মাইক্রো চাপায় মাহি (৮)নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া গ্রামের সাকায়েত মিয়ার মেয়ে। এ ঘটনায় মেহজাবিন সামারুক মিরা নামের (১০) বছরের আরো এক শিশু আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেলে মাহি ও মিরা উপজেলার ছাতাপাইয়া রোডে পশ্চিম বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই শিশু মাইক্রোবাস দেখে হঠাৎ দৌড় দেয়। এ সময় সোনাইমুড়ী গামী মাইক্রোবাসের নিছে চাপা পড়ে শিশু মাহি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মিরা (১০) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ায় হয়।
ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি।