মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় সুবিধাবঞ্চিত দেড় শতাধিক শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ নামক একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের অয়োজনে শুক্রবার বেলা ১১ টায় উপজেলার মালখানগর হাই স্কুল হলরুমে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহম্মেদ ও বিশেষ অতিথি ছিলেন মালখনগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার। সংগঠনের আহ্বায়ক মুরাদ হাসান শাওনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ হাসান কায়েস এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আজিম হাওলাদার। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক সামছুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এড. শহিদুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান রিয়াদ প্রমুখ।