পিরোজপুরের নাজিরপুরে মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার রাতে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে ওই সব জালে অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, বিভাগীয় মৎস্য উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফ প্রমূখ। উল্লেখ্য অগ্নিসংযোগ করা জালের আনুমানিক বাজার মূল্য ৬লক্ষ টাকা।