নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ মডেল থানার সূত্র জানায়, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীরা উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবু নগর গ্রামের শাহাদাত হোসেন হক সাবের পুত্র তারেক (২২), একই গ্রামের সুরুজ মিয়ার পুত্র রাকিব (২০), একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের পুত্র শুভ (২১), একই গ্রামের কামাল উদ্দিনের পুত্র সাগর (২২)। ধৃত আসামীদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ, একটি লোহার রড এবং একটি কাতা উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের কোর্টে চালানের ব্যবস্থা করা হচ্ছে।