সপ্তম মেধা তালিকায় ভর্তি শেষে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে এখনো প্রায় ১০০ আসন খালি রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট বিভাগগুলো তথ্য হালনাগাদ না করার কারণে সঠিক তথ্য দিতে পারেননি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১০০টির মতো আসন ফাঁকা রয়েছে। সব বিভাগীয় সভাপতি তথ্যগুলো আপডেট করেনি। এজন্য ফাইনাল ডাটা বলা যাচ্ছে না। তবে এখনো অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে।
এর আগে ষষ্ঠ ধাপে ভর্তি শেষে ১২০টি আসন খালি ছিল। ফলে ৬ এপ্রিল পর্যন্ত ভর্তির সময় বেঁধে দিয়ে গত ২ এপ্রিল সপ্তম তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। তবে এই ভর্তি কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০টি আসন খালি রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, সারা বছর তো আর ভর্তি কার্যক্রম চলতে পারে না। অনেক বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে। এটা গুচ্ছেরই ফল। আমরা ভিসি স্যারকে জানিয়েছি- এই বিশ^বিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে গেলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না। এ সিদ্ধান্তে আমরা অনড়।