“পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তারাগঞ্জ থানার আয়োজনে থানা চত্বরে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ওই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মধূসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ এবং সার্কেল বি এর অতিরিক্ত দায়িত্ব) আবু তৈয়ব মোঃ আরিফ, তারাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও সভাপতিত্বে করেন অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফারুক আহম্মেদ।