দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে ধারাবাহিকভাবে এক সপ্তাহের বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ। মঙ্গলবার থেকে বিগত মঙ্গলবার পর্যন্ত পরিচালিত অভিযান ৪২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। কিলোমিটার হিসাবে হিসাব করলে জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য হবে ৪২ কিলোমিটার।
হালদা নদীতে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া( পি পি এম) ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম সূত্রে জানা যায়, মঙ্গলবার নৌ পুলিশ হালদা নদীর মদুনাঘাট ও আশেপাশের এলাকার অভিযান পরিচালনা করে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। গত মঙ্গলবার (১২ এপ্রিল) একইভাবে নদীর আকবরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়, গত শুক্রবার( ১৫ এপ্রিল) নদীর রাউজান অংশে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়, গত শনিবার( ১৫ এপ্রিল) উপজেলা প্রশাসন নদীর গড়দুয়ারা নয়াহাট থেকে নাঙলমোড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়, গত রোববার (১৭ এপ্রিল) নৌ পুলিশ মদুনাঘাটস্হ হালদা নদীর মোহনায় অভিযান পরিচালনা করে আবারো ১২ হাজার মিটার জাল জব্দ করেন। বিগত এক সপ্তাহে নদী থেকে জব্দকৃত জালের পরিমান মোট ৪২ হাজার মিটার। উদ্ধারকৃত জাল কিলোমিটার হিসাবে হিসাব করলে ৪২ কিলোমিটার দৈর্ঘ্য হবে। হালদা নদীতে মাছের ডিম ছাড়ার মৌসুম আসন্ন। উপযুক্ত পরিবেশ বিশেষ করে বজ্রপাতসহ প্রবল বর্ষন হলে নদীতে ঢলের প্রকোপ দেখা দিলে মাছ নদীতে ডিম ছাড়বে। ডিম ছাড়ার মৌসুমে হালদা নদীর শাখা খাল,ছড়া, বিশেষ করে কর্ণফুলী, মাতামুহুরী, সাঙ্গু, তেরপারী,সোনাই, বোয়ালিয়া, চেং খালী কাটাখালী, খন্দকিয়াখাল,বোয়ালিয়া, পোড়া কপালীসহ হালদা নদীর সংযোগ খাল থেকে মা মাছ হালদা নদীতে ডিম ছাড়তে চলে আসে। নদীতে মাছের আনাগোনার সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর লোভী মাছ শিকার নদীর গুরুত্বপূর্ণ স্হানে জাল, বড়শীসহ বিভিন্ন কৌশল মাছ শিকার করে। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাছ শিকার খবর গোপনে, কিংবা কৌশলে অবহিত হয়ে প্রশাসন নদীতে প্রতিদিন অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে হালদা নদীর মাছ, জীব বৈচিত্র্য, নদীর উপকারী ডলফিন রক্ষা এবং নদী দূষন রোধ করতে এই অভিযান অব্যাহত রাখা হবে। হালদা নদী থেকে উদ্ধারকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।