রংপুরে মিঠাপুকুর উপজেলায় প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার এই দাবিতে ঢাকা-রংপুর এসব কর্মসূচি পালন করেন তারা। দুপুর ১২ টায় মহাসড়কের আধা কিলোমিটারব্যাপি এই মানবন্ধনে উপজেলার বিরাহিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহ¯্রাধীক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। তাদের মানববন্ধনে সংহতি জানিয়ে আশপাশের বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম, আবদুস সালাম, শিক্ষার্থী তাসফিয়া জান্নাত, উম্মে তাবাসসুম, উপজেলা কমিউস্ট পার্টির সম্পাদক শাহাদত হোসেন খোকা, বাসদ সম্পাদক আতিয়ার রহমান, রংপুর জেলা বাসদের নেতা মমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিরাহিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাছিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যান মানববন্ধনকারীরা। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরাকে স্মারকলিপি দেন। তিনি শিক্ষক/শিক্ষার্থীদের দাবি পূরণের আশ^াস দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার আন্দোলনকারীদের সাথে একাতœতা ঘোষণা করে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার প্রার্থীর পক্ষে কাজ না করার অপরাধে গত ১৬ এপ্রিল উপজেলার বিরাহিমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাছিমের (৫৪) ওপর সন্ত্রাসী হামলা করেন আবদুস সালাম ও তার লোকজন। এ সময় তার ভাই সুরুজ্জামান (৪৩) এগিয়ে আসলে তার ওপরও হামলা করে। এতে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিমের ভাতিজা আজহারুল ইসলাম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই দিন রাতেই জাহাঙ্গীর মিয়া নামে একজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তবে, পরদিন রোববার তিনি জামিনে বের হয়েছেন।
বর্তমানে আসামিরা প্রধান শিক্ষক, তার পরিবার ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের হুমকী দিচ্ছেন। এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যের খুব দ্রুত গ্রেপ্তারে জোরালো অভিযান শুরু হয়েছে।’