রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম। মাহফিলের সূচনালগ্নে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা ও উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করে এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পবিত্র কোরআন থেকে তেলওয়াতপূর্বক দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করে ইফতারপর্ব শুরু হয়।
মাহফিলে মেট্রোপলিটন পুলিশ এর সকল কর্মকর্তা ও ফোর্স জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশ এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমন্ডিত করেন।