গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ও সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুন্দরগঞ্জ আবদুল সরকারি বালক উচ্চবিদ্যালয় হলরুমে উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসের আয়োজনে সকালে প্রতিযোগিতার উদ্বোধনী ও বিকালে সমাপনি অনুষ্ঠিত হয়। সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, অ্যাকাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, পুটিমারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান মিঞা প্রমুখ। প্রতিযোগিতায় ৩টি গ্রুপের ৪টি ইভেন্টে উপজেলার ৩৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রতিটি ইভেন্টে ৩ জন করে মোট ১২ জন শিক্ষার্থীকে নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়। প্রতিযোগিতার বিষয় সমুহ ছিল গনিত, বিজ্ঞান, ভাষা, সাহিত্য ও স্ট্রাডিস। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, আইসটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ আলী, শাহজাহান কবীর, নূর মোহাম্মদ হাবীবুল্লা, এবিএম মোস্তফা কামাল।