নোয়খালী সেনবাগে পেট্রোল বোমা সাদৃশ্য দুইটি কাচেঁর বোতল সহ মোঃ আলমীর হোসেন (৪৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। আটক মোঃ আলমগীর হোসেন উপজেলা ৫নং অজুনতলা ইউপির দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পন্ডিত বাড়ীর মৃত আব্দুল মতিনের ছেলে। মঙ্গলবার দুপুরর ১২ টারদিকে সেনবাগ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে সেনবাগ উপজেলার ৫ নং অজুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে আটক করে।
স্থানীয় সুত্রে জানাগেছে,আটক আলমগীর একই এলাকার নাজিম উদ্দিন ও সাত্তার সহ ৪ব্যাক্তিরর নিটক কিছু ধানী জমির ৪০ হাজার টাকা বন্ধক দেয়। কিন্তু ওই চার ব্যাক্তি বন্ধকের ২৫ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ঠ্য ১৫ হাজার টাকা না দিয়ে জমিনের ধান কাটা শুরু করে। এতে আলমগীর তার টাকা পরিশোধ না করা পর্যন্ত জমিনের ধান কাটতে দিবেনা বলে বাঁধা দিয়ে তারা তাকে মারধর করে। মার খেয়ে ক্ষিপ্ত আলমগীর পেট্রোল বোমা সাদৃশ্য স্কসটেপ মোড়ানো দুইটি কাচেঁর বোতল হাতে নিয়ে নাজিম উদ্দিন ও সাত্তারদের জমিন থেকে ধাওয়া করে।তার হাতে থাকা পেট্রোল বোমা মেরে তাদের উড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশ্বে কয়েশ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এ সময় স্থানীয় লোকজনের সেনবাগ থানায় খবর দিলে থানার এসআই হাবিবুর রহামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এলাকাবাসী সহযোগীতায় তাকে আটক করে। এ সময় তার নিকট থেক স্কসটেপ মোড়ানো দুইটি পেট্রোল বোমা সাদৃশ্য বোতল উদ্ধার করে তাকে সহ থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী বোমা সাদৃশ্য দুইটি বোতল উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, প্রকৃত পক্ষে উদ্ধার হওয়া বোতল দুইটি পেট্রোল বোমা কিনা তা পরীক্ষা নিরিক্ষার পর জানা যাবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।