বেশিরভাগ জমিতে বোরো ধানের শীষ দেখা দিয়েছে। কিছু দিন পরে কৃষকের ঘরে উঠবে সোনার ফসল। অধিকাংশই কৃষক সেই ধান বিক্রি করে মানুষের কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করে দুই পয়সা লাভের স্বপ্ন দেখেন। হটাৎ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর, তাঁতীপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষকের এমন স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ১৬ এপ্রিল শুক্রবার বিকেলে সোনাপুর এলাকায় অবস্থিত বিবিসি ইটভাটার নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় আম সহ প্রায় শতাধিক বিঘা জমির বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
কান্না জাড়িত কন্ঠে সোনাপুর তাঁতীপাড়া গ্রামের প্রান্তিক কৃষক জফুর উদ্দীন মন্ডল বলেন, ‘ইটভার বিষাক্ত গ্যাসে আমার ৪ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে ইটভাটার মালিককে বললে তিনি বলেন বিষয়টি পরে দেখা হবে। কৃষি অফিস থেকে লোক এসে পরিদর্শন করে বলেন ব্যবস্থা নেওয়া হবে।’ কৃষক সেলিম মিয়া বলেন, ‘প্রতি বিঘা ৭ হাজার টাকা দরে অগ্রীম টাকা দিয়ে অন্যের কাছ থেকে ৭ বিঘা জামি নিয়ে ধান চাষাবাদ করেছি। লাভ তো দুরের কথা এখন খরচের টাকা নিয়ে চিন্তিত। ইটভাটার গ্যাসের কারণে আমার মত এলাকার বহু কৃষকের যে ক্ষতি হয়েছে সেই দায়ভার কে নিবে? সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। একই এলাকার কৃষক সাইফুল ইসলাম (৩৫) বলেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে এলাকার প্রায় দেড়’শ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোনাপুর বিবিসি ইটভাটার স্বত্তাধিকারী আরিফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ইটভাটার কারনেই যে জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঠিক নয়। তবে ২০/৩০ বিঘা জমির ধানের কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষদের সাথে কথা হয়েছে।’ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, সোনাপুর বিবিসি ইটভাটার বিষাক্ত গ্যাসে ৫০/৬০ বিঘা জমির বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সোমবার ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বরমান হোসেন বলেন, এ ঘটনায় কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে লক্ষ্য রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।