মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি-সাগরনাল সড়কের পাশ থেকে অবাধে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে বিক্রি করেছেন প্রভাবশালীরা। সম্প্রতি গোয়ালবাড়ি ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত মদরিছ মিয়ার পুত্র জেবলু মিয়া ৫টি, মৃত নানু মিয়ার পুত্র ইউছুফ আলী ১টি, মুজিদ মিয়া ১টি, এরালীগুল মসজিদ কমিটির সভাপতি কুতুব উদ্দিন ৩টি গাছ কেটে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ি-সাগরনাল সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। বেশ কিছু দিন যাবত স্থানীয় এসব প্রভাবশালী ব্যক্তিরা অনুমতি ছাড়াই ওই সড়কের পাশের গাছ অবধে কেটে নিচ্ছেন। পরে সেগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
শনিবার (১৬ এপ্রিল) সরজমিনে এলাকায় গিয়ে কর্তনকৃত বিভিন্ন গাছের অবশিষ্ট গুড়ি দেখা যায়। কর্তনকৃত গাছগুলোর মধ্যে রয়েছে আকাশি, বেলজিয়াম, করই, মেহগনি ইত্যাদি। একই এলাকার মোস্তাক খান ২২টি গাছ কর্তন করে নেওয়ায় তার বিরোদ্ধে মামলা হয়। মোস্তাক খান বলেন, সড়কের পাশের সরকারি জায়গার পাশে তার জায়গা রয়েছে। গাছগুলো তিনি তার জায়গায় লাগিয়েছেন। তাই গাছগুলো কেটে নেন। তার নিজের লাগানো গাছ কর্তন করায় মামলা হয়েছে, কিন্তু যারা সরকারি জায়গার গাছ কেটে নিয়েছেন তাদের বিরোদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এরালীগুল মসজিদ কমিটির সভাপতি কুতুব উদ্দিন বলেন, গাছগুলো মসজিদের জায়গায় রোপন করা হয়েছিলো তাই মসজিদের উন্নয়নের জন্য ৩টি গাছ বিক্রয় করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জুড়ী উপজেলা প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘সড়কের জায়গা থেকে অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রি করা যায় না। বিষয়টি জেনেছি। বাকিদের বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।