রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে সাজানো মামলা দিয়ে একটি পরিবার হয়রানী করার অভিযোগ উঠেছে। মামলার পর ওই পরিবারটির চলাচল করা রাস্তাও বন্ধ করে দিয়েছে বলে সোমবার স্থানীয় সাংবাদিকদের অভিযোগ করেন হয়রানীর শিকার পরিবারটি। মিথ্যা মামলায় জামিনে থাকা সত্ত্বেও বাদিপক্ষ হুমকি-ধামকি দিচ্ছেন বলে জানান উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের মহেশ^র চন্দ্র বর্মন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু তদন্ত এবং স্বাবাভিক জীবন যাপনে সকলের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের মহেশ^র চন্দ্র বর্মন এর সাখে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো একই গ্রামের শ্রী শ্যামল চন্দ্র বর্মনের। প্রতিপক্ষ শ্যালল চন্দ্র বর্মন ও তার লোকজন মহেশ^র চন্দ্র বর্মনকে দীর্ঘদিন থেকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা করে আসছিলো। এরই অংশ হিসেবে গত ২ মার্চ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র বর্মন বাদি হয়ে মহেশ^র চন্দ্র বর্মন (৫৬) তার দুই ছেলে ইন্দ্রজিৎ চন্দ্র বর্মন (২৮) ও রঞ্জিত চন্দ্র বর্মন (৩২) কে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বাবা-ছেলে জামিনে থাকলেও বাদি শ্যামল চন্দ্র বর্মন তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। এমনকি মহেশ^র চন্দ্র বর্মনের বাড়িতে চলাচলের রাস্তাও বন্ধ করে উচ্ছেদের পায়তারা করছেন শ্যামল চন্দ্র বর্মন ও তার লোকজন। ফলে ওই পরিবারটি হয়রাণীর শিকার হয়ে সঠিক বিচারের জন্য সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।
মামলার শিকার রঞ্জিত চন্দ্র বর্মন বলেন, তুচ্ছ ঘঁনায় মামলাটি হয়রানির জন্য করা হয়েছে। আমরা ওই মামলায় জামিনে থাকলেও বাদি ও তার লোকজনের অত্যাচাওে আমরা অতিষ্ঠ। আমাদেও বাড়ি হইতে বের হতে বাধা দিচ্ছে। মেওে ফেলার হুমকি-ধামকি দিচ্ছে। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই। এজন্য আমি রংপুর আদালতে একটি অভিযোগ দাখিল করেছি।