বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক ঐতিহাসিক চিরভাস্বর অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল মুজিবনগর দিবস।
১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানিন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আ¤্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী ১৯৭১ এর ১০ এপ্রিলে ঘোষিত হয়। সে দিন থেকেই স্থানটি নাম মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।
দিবসটি উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকালে জামালপুর বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দর্লীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতা এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।