জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র।
রোববার (১৬ এপ্রিল) সকাল ৭ টায় সরিষাবাড়ী উপজেলার পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।
সরিষাবাড়ী ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল ৭.১২টায় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের রুমটি জ্বলছিল, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।বলেন, সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোর্শেদা জামান ঘটনাস্থল পরিদর্শনে করেছেন বলে জানা যায়।