জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও শিল্পপতি করিম উদ্দিন ভরসা ‘জীবিত নাকি মৃত’, তার ৯ সন্তানের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ সত্ত্বেও অপর দুই ছেলে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করেননি তাকে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এখন ৯ সন্তান তাদের পিতাকে প্রকাশ্যে আনতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। শুধু তা-ই নয়, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার মালিকানাধীন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
আদালত সূত্র জানিয়েছে, সাইফুল উদ্দিন ওরফে শিমুল ভরসা জিম্মায় নিয়ে করিম উদ্দিন ভরসাকে (৮৭) বেআইনিভাবে আটক রেখেছেন বলে গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে হেবিয়াস কর্পাস অভিযোগ করেন তার অপর সন্তান শফিকুল ইসলাম ভরসা, সামছুল ইসলাম ভরসা, শরিফুল ইসলাম ভরসা, কামরুল ইসলাম ভরসা, জোসনা আরা বেগম, নাজমা জামান, রোকসানা বেগম, বিলকিস বেগম ও কাওসার জাহান। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রুলে ছেলে সাইফুল উদ্দিন ভরসার হেফাজতে করিম উদ্দিন ভরসাকে আইনগত কর্তৃত্ববহির্ভূতভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে আদালতের সামনে তাকে হাজির করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। একই সাথে করিম উদ্দিন ভরসাকে আবেদনকারীদের (৯ সন্তান) যৌথ নিরাপদ হেফাজতে কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। আদেশে ওই দিনই সাইফুল উদ্দিন ভরসার ওপর ৬ মার্চ করিম উদ্দিন ভরসাকে স্বশরীরে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়।
ওই আদেশের বিরুদ্ধে গত ৩ মার্চ আপিল আবেদন করলে সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করে। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে শফিকুল ইসলাম ভরসাসহ ৯ সন্তান ফের আবেদন করলে করিম উদ্দিন ভরসাকে হাজির করে এক সপ্তাহ পর পর প্রতি শনিবার অপর ছেলেমেয়েদের দেখার সুযোগ করে দেয়ার জন্য রংপুরের জজ আদালতকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী গত ২ এপ্রিল করিম উদ্দিন ভরসাকে রংপুর জজ আদালতে হাজির করার কথা থাকলেও সেদিনও আদালতে করিম ভরসাকে হাজির করেনি ওই পুত্র। তখন রংপুর জজ আদালত আবারো ১৬ এপিল করিম ভরসাকে হাজির করার দিন ধার্য করেন। কিন্তু গতকাল তাকে হাজির করা হয়নি।
রংপুর জজ আদালতে উপস্থিত তার অন্য সন্তানেরা জানিয়েছেন, বিচারক আবার তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সম্পত্তির লোভে তার দুই ভাই তাদের পিতাকে জিম্মায় নিয়ে কৌশলে জিম্মি করে রেখেছেন। তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
রংপুর আদালতে উপস্থিত করিম উদ্দিন ভরসার দ্বিতীয় ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক শফিকুল ইসলাম ভরসা সিআইপি জানান, আমার দুই ভাই সিরাজুল ইসলাম ভরসা এবং সাইফুল ইসরাম ওরফে শিমুল ভরসা জিম্মার নামে আমার বাবাকে নিজেদের কাছে নিয়ে জিম্মি করে রেখেছে সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য। আমাদের বাধ্য হয়ে আইনকে শ্রদ্ধা জানিয়ে হাইকোর্ট হয়ে জজ কোর্টের কাছে যেতে হয়েছে। তিনি অভিযোগ করেন, আমরা খুব শঙ্কিত, ভীত। যে আমাদের বাবা বেঁচে আছেন কিনা। সুস্থ আছেন কিনা। এটা নিয়ে আমরা খুবই শঙ্কিত অবস্থায় আছি।
আদালতে উপস্থিত সপ্তম ছেলে কামরুল ইসলাম ভরসা জানান, আমাদের পাঁচ-সাতটি কারখানাগুলোতে হাজার হাজার মানুষ কাজ করত। এখন এই জটিলতায় সব বন্ধ আছে। ১০ হাজার শ্রমিক বেকার হয়ে আছে। তিনি জীবিত না মৃত আমরা কিছুই জানতে পারছি না। বাবাকে দেখতে দেখতে আসা বড় মেয়ে জোসনা আরা বেগম জানান, বহুদিন আব্বাকে দেখি না। আদালতের নির্দেশ আসার পর আমি শুধু আব্বাকে দেখতে অস্ট্রেলিয়া থেকে আসলাম। অথচ ওরা আব্বাকে আদালতে হাজির করল না। আইনকেও ওরা মানে না।
করিম উদ্দিন ভরসার দুই স্ত্রীর ঘরে ১৬ সন্তান। সন্তানদের মধ্যে সাইদুল ইসলাম ভরসা ও কাজল ভরসা মারা গেছেন। আর ফখরুল ইসলাম ভরসা ও সোহেল ভরসা থাকেন দেশের বাইরে। প্রথম স্ত্রী ছকিনা করিম মারা গেছেন। দ্বিতীয় স্ত্রী সুলতানা রাজিয়া (৭৫) এখনো বেঁচে আছেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর রংপুর আদালত এক আদেশে করিম উদ্দিন ভরসাকে তার প্রথম স্ত্রীর সন্তান সাইফুল উদ্দিন ভরসার জিম্মায় দেন। এরপর তার সাথে আর দেখা করতে পারছেন না অপর সন্তানেরা। আট মাস ধরে তারা তাদের বাবার খোঁজও জানতে পারছেন না।
করিম উদ্দিন ভরসা রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।