রংপুরের পীরগাছায় আগুনে পুড়ে গেছে ব্যবসায়ী মানিক মিয়ার সাজানো গোছানো দোকান। গত শুক্রবার বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর বাজারে বৈদ্যূতিক আগুনে পুড়ে ছাই হয়ে যায় মানিক মিয়ার গালামাল দোকান। এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ী মানিক মিয়া। তিনি তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর দক্ষিণ কানি গ্রামের শামছুল আলমের ছেলে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।
স্থানীয়রা জানান, শুক্রবার হওয়ার দোকান বন্ধ ছিল। বিকেলে দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ¦লতে দেখেন বাজারের লোকজন। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভে ফেলা হলোও বাঁচানো যায়নি কোন মালামাল। খবর পেয়ে পীরগাছা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গেলেও তার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় পাশে থাকা মোকছেদ আলীর কাপড়ের দোকানের মালামাল সরিয়ে ফেলায় তার কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যবসায়ী মানিক মিয়া বলেন, অনেক কষ্টে দোকানটি সাজিয়েছিলাম। সামনের ঈদের ভালো ব্যবসা করবো এজন্য ধার-দেনা করে মালামাল করেছি অনেক। কিন্তু এক ঘন্টায় সব শেষ। আমি এখন ফকির।
পীরগাছা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আইয়ুব মিয়া বলেন, খবর পেয়েই আমাদের গাড়ি চলে গেছে। অনেক দূর ও রাস্তা খারাপ হওয়ায় যেতে সময় লাগছে। যেটুকু পাওয়া গেছে তা নিভিয়ে ফেলা হয়েছে।