পিরোজপুরের নাজিরপুরে যুবসমাজের উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫এপ্রিল) বিআরডিবি হল রুমে এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মো. রাকিবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাওলানা আ. রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাশকুর, মো. মাহমুদ খান(শিমুল), সাবেক বাজার কমিটির সভাপতি মো. পান্নু ফরাজী প্রমুখ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাকওয়াভিত্তিক সমাজ ছাড়া মানুষের সংশোধন কিংবা পৃথিবীতেও প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ভালো মানুষ হতে হলে একজন মুত্তাকি হতে হবে। দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের মুক্তি সম্ভব নয়। পৃথিবীকে গড়তে হলে আখিরাতের জীবনকে সামনে রাখতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলেও তাকওয়া প্রয়োজন।