চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের মীর বাড়ী নিবাসী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল পাশা (৬৮) শুক্রবার সকাল ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহ ------------- রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন, সহকর্মীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মোস্তফা কামাল পাশার ১ম নামাজে জানাজা দুপুর ২টায় কাজীর দেউড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
২য় জানাজা অনুষ্ঠিত হয় বেলা আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। বিকালে হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মীর বাড়িতে ৩য় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক মোস্তফা কামাল পাশা ধলই ইউনিয়নে ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সভ্রান্ত মীর পরিবারে ১৯৫২ সালে জন্ম গ্রহন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের একজন সক্রিয় কর্মী ছিলেন। সত্তরের দশকে তিনি একটি শিল্প কারখানায় কর্মকর্তা পদে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি স্বাধীনচেতা ছিলেন বলেই সেখানে বেশীদিন কাজ করতে পারেনি। পরে তিনি ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক আজাদীতে যোগদান করেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ- ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। প্রকাশিত উপন্যাস- নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়। ২০০৭ সালে হাটহাজারী প্রেস ক্লাবের পক্ষ তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাংবাদিক মোস্তফা কামাল পাশার মৃত্যুতে হাটহাজারী প্রেস ক্লাব এর পক্ষ থেকে সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতি দাতারা একনিষ্ঠ এই সংবাদ সেবীর মৃত্যুতে একজন নিষ্ঠাবান সাংবাদিককে হাড়িয়েছে বলে উল্লেখ করে তাঁর মৃত্যুতে সমাজের অপূরনীয় ক্ষতি সাধিত হয়ে বলে মন্তব্য পূর্বক মরহুম বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।