কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা, ৫শ গ্রাম গাঁজা এবং ১৬ হাজার নগদ টাকাসহ ২জন গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী গ্রামে এস.আই মাহে আলম এবং এস.আই আবু শাহিন এর একটি ফোর্স অভিযান চালিয়ে ওই এলাকার রমজান আলীর ছেলে আখতারুজ্জামান বাবু (৩২) এবং বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী এলাকার নাজমুল ইসলামের ছেলে আজিম মিয়া (২২) কে ৭০ পিছ ইয়াবা, ৫শ গ্রাম গাঁজা এবং নগদ ১৬ হাজার টাকাসহ পাটেশ্বরী গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন শুক্রবার ২ জনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়। ধৃত আক্তারুজ্জামান বাবুর নামে ৮টি মাদক মামলা চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন ধৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।