সৈয়দপুরে মোতালেব হোসেন হক নামে এক সাংবাদিকের বিরুদ্ধে ব্যবসায়িরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ১৩ এপ্রিল তারা শহরে মিছিল বের করে এবং সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় পৌর প্যানেল মেয়র-১ শাহিন হোসেন বলেন সাংবাদিক মোতালেব হোসেন ওরফে হক একজন হলুদ সাংবাদিক। তিনি সৈয়দপুরে একের পর এক সন্মানিত ব্যক্তিদের নামে রংপুরের বিএনপির মুখপত্র দাবানল পত্রিকায় ভুয়া খবর প্রকাশ করেন। ওই পত্রিকাটি কেউ পড়ে না। তাছাড়া এটি নিয়মিত প্রকাশও হয় না। বিএনপির ওই পত্রিকায় সৈয়দপুরের ভাল ভাল ব্যবসায়ি এবং সন্মানিত ব্যক্তিদের নামে একের পর এক মিথ্যা খবর প্রকাশ করে।
১৩ এপ্রিল তারই যোগসাজসে রেলওয়ে ম্যাজিস্টেট হঠাৎ করে পৌর সবজি মার্কেটে আসেন। কোন প্রকার নোটিশ বা মাইকিং ছাড়াই পৌর সবজী বাজারের নির্মাণ কাজ তিনি বন্ধ করে দেন। সাথে অন স্পট অকশনের আহবান জানান হ্যান্ড মাইকের মাধ্যমে। এ সময় সাথে থাকা সাংবাদিক মোতালেব হক ঘোষিত অকশনে অংশগ্রহণ করিলে ব্যাবসায়ী ও সাধারণ মানুষ রাগে ক্ষিপ্ত হয়ে উঠে। সাংবাদিককে মারমুখী হয়ে ধাওয়া করে। জনগন ধাওয়া করলে সে দৌড়ে গিয়ে কর্তব্যরত উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে রেলওয়ের নির্বাহী ম্যাজিস্টেট নুরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ তাকে রক্ষা করে।
তার এহেন কর্মকাণ্ডে জনগন বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সভায় মিলিত হয়।
এসভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র -১ মোঃ শাহীন হোসেন,মোঃ শাহীন আকতার, জোবায়দুর রহমান শাহীন, এরশাদ হোসেন পাপ্পু,আবুল কাশেম দুলু সরকার ও বাজার কমিটির সভাপতি জয়নুল ইসলাম।