নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেছেন
প্রাকৃতিক সম্পদ বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীকে রক্ষা করতে সকলের সমন্মিত প্রচেষ্টা প্রয়োজন। এজন্য সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্য কাউকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া নয়, প্রশাসনের পক্ষ থেকে এ নদীর গুরুত্বের বিষয়ে সকলের বিশেষ করে যারা মাছ শিকার করে তাদেরকে সচেতন করা। এরপরও যদি মাছ শিকারীরা নদীর গুরুত্ব উপলব্ধি না করে মাছ শিকার করে। তবে অব্যশই প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। তাই প্রশাসনকে কঠোর অবস্থানে না নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়। কোন নিদিষ্ঠ সময় নয় হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র ও ডলফিন রক্ষা, নদী দূষণ রোধ করতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল বিভাগ কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন,যে পানিতে নৌকা চলাচল করবে সে নদী খাল ছরা, হাওড়-বাওড় নৌ পুলিশের অধিক্ষেত্র হিসাবে বিবেচিত হবে। পূর্বে নৌ পুলিশের ব্যাপারে সু নিদিষ্ট কোন আইন না থাকলে ও ২০২০ সালে নৌ পুলিশের বিষয়ে সরকারি ভাবে সুনিদিষ্ট আইন করা হয়েছে। সে আইনানুসারে নৌ পুলিশ কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, জোয়ার ভাটার নদী, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর নিরাপত্তা ও জীববৈচিত্র্য রক্ষায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লিখিত অভিমত ব্যাক্ত করেন। গতকাল বুধবার হালদা নদীর উত্তর মাদার্শা রামদাশ মুন্সিরহাট এলাকায় নৌ পুলিশের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া।
ক্যাম্পের ইনচার্জ মোঃ এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া প্রদর্শন পূর্বক বক্তব্য রাখেন হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন, সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান, উত্তর মার্দাশা ইউ পি বেসরকারী সংস্হা আই ডি এফ প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক শহীদুল আমিন চৌধুরী, চেয়ারম্যান শাহেদুল আলম, হাটহাজারী মডেল থানার রফিকুল ইসলাম প্রমূখ। ডিম সংগ্রহকারী পক্ষ থেকে বক্তব্য রাখেন কামাল সওদাগর, মেঃ ইলিয়াস প্রমূখ।
সভায় হালদা পাড়ের জনপ্রতিনিধি, ডিম সংগ্রহকারীরা স্হানীয় গস্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হালদা নদীতে নৌ পুলিশের টহল জোরদার করার জন্য একটি স্পীট বোর্ড প্রদান করেন।