কুমিল্লার দেবিদ্বারের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিন ইউপির পদ্মকোট (বল্লভপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামানের মেয়ে তানহা আক্তার (৯), একই বাড়ির মাইন উদ্দিনে মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।
বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: মারজানা আক্তার। তিনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। দুপুর সাড়ে ১২টায় দু’জনের মৃত দেহ পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো অভিযোগ থাকলে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।