রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের বহিস্কৃত আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ ও পৌর শহরের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাইজুল ইসলাম তাজুলকে চাঁদা বাজির মামলায় গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ ও তাজুলকে বুধবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পাংশা শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেছে। মামলা নং ০৫।
মামলার বাদী এজহারে উল্লেখ্য করেন আমি পাংশা উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান, ১নং আসামি পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, ১নং আসামি অস্ত্রধারী সন্ত্রাসী এবং তাজুল বাহিনীর প্রধান। তাহার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে, ২নং আসামি পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক। আমি পাংশা কলেজ মোড়ে অবস্থিত জেলা পরিষদের ০৫ শতাংশ জায়গা লিজ নেই। যাহার এস.এ দাগ নং-৩২৪। আমি ওই জমিতে মাটি ভরাট করিয়া দোকান ঘর করার জন্য প্রস্তুত করিলে ১ ও ২ নং আসামি অন্যান্য আসামীদের নিয়া গত ১০ মার্চ পাংশা কলেজ মোড়ে অবস্থিত জেলা পরিষদের নিকট হইতে আমার লিজ নেওয়া ওই জমিতে আসিয়া আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে তখন তাৎক্ষনিক ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি।
পরবর্তীতে পূনরায় চাঁদার বাকি টাকার জন্য বিভিন্ন সময় আমাকে চাপ প্রদান করে। গত ১১ এপ্রিল ফরহাদ তাজুলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ পাংশা উপজেলা পরিষদে আমার কার্যালয়ের ভিতর প্রবেশ করিয়া আমার নিকট বাকী চাঁদার টাকা দাবী করে। আমি আর কোন চাঁদা দিতে পারিব না বলিয়া জানাইলে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বিভিন্ন প্রকার ভয় ভীতিসহ খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। পরবর্তীতে ১২ এপ্রিল ফরহাদ-তাজুল সহ আসামিরা উপজেলা পরিষদে আমার কার্যালয়ে আমার অফিসে না পাইয়া অফিসের ০২ টি জানালার থাই গ্লাস ভাংচুর করিয়া এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে চলিয়া যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে পাংশা থানার এস আই মোঃ শহিদুল ইসলাম, এস আই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে পৌর এলাকার মধ্য থেকে তাদের গ্রেফতার করেছে। একই দিন অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি আকাশকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
প্রসঙ্গত ঃ পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে প্রার্থী হয়ে মেয়র পদে নির্বাচন করায় ফজলুল হক ফরহাদকে উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়কের পদ থেকে বহিস্কার করেছিল জেলা যুবলীগ।