কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং সৌহার্দ্য-৩ কর্মসূচি, কেয়ার বাংলাদেশ, এমজেএসকেএস এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এসওএনজিও (সংগো) প্রকল্পের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সময় পুষ্টি বিষয়ে বিভিন্ন আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূরনবী আনছারী (মেডিসিন)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শাহজাহান কবির, সমাজসেবা অফিসার সালেকুল ইসলাম, এমজেএসকেএস এর উপজেলা সমন্বয়কারী আবু তালেব, সংগো প্রকল্পের স্থানীয় কনসালটেন্ড নাজমুল হক এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।