রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের একটি জনগুরুত্বপুর্ন সড়ক খেয়ে ফেলছে বালু খেকোরা। ওই ইউনিয়নের কোমরসই মুন্সীর ব্রীজ থেকে কোমরসই,নছিমনপুর,লক্ষীপুর,গন্ধর্বপুর পুর্বপাড়া ও কাদিরাবাদগামী সড়কটির দু ধারে দীর্ঘদিন ধরে স্থানীয় কোমরসই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবদুল হাকিম মিয়া ও মদনখালী ইউনিয়নের কোচারপাড়া গ্রামের মাজেদ আলীর ছেলেগোলাম মওলা প্রতিযোগিতামুলক বালু উত্তোলন করছেন। ফলে বর্নিত ৬ গ্রামের বাসীন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি সংকুচিত হয়ে গেছে। যে কোন সময় রাস্তাটি দু পাশের বালুর গর্তে বিলীন হয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। অথচ ওই রাস্তাটি দিয়েই ওই ৬ গ্রামের লোকজন কৃষিপণ্য থেকে শুরু করে হাটবাজারে কেনাবেচা ও নিজেদের প্রয়োজনীয় স্থানে যাতয়াত করে থাকেন। টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান বলেন-ওই রাস্তাটিতে একটি কালভার্টও দরকার। এ ব্যাপারে তালিকাও দেয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই কাজ করা হবে। এদিকে অভিযোগ রয়েছে.বিলীন হওয়ার পথে ওই রাস্তাটির দু’ধারের অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের আকাশমনি ও ইউক্যিালিপ্টাস গাছ বিক্রি করে দিয়েছেন কোচারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে আবদুল হাকিম মিয়া। বিকল্প কোন রাস্তা না থাকায় বর্নিত এলাকার কয়েক’শ নারী পুরুষ তাদের যোগাযোগের মাধ্যম ওই রাস্তাটির অবশিষ্টাংশ রক্ষা ও পুনঃ নির্মানের দাবিতে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন ফল পাননি। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ দাবি করেছেন।