জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে মসজিদের জায়গা জোরপূর্বক দখলে নিয়ে ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন প্রভাবশালীরা। জায়গা উদ্ধারের জন্য মসজিদ কমিটির সভাপতি বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ওই আদালতের বিচারক উম্মুল বানানী দ্যুতি ওই জায়গার উপর ১৪৪ ধারা জারি পরও প্রভাশালীরা ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন।
মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে এবং মামলার বিবরণ সূত্রে জানা যায়, নিশ্চিন্তা দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদের নামে নিশ্চিন্তা বাজারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তর পাশের্^ ১৬ শতক জমি রয়েছে। ১৯৭৩ সালে ওই গ্রামের বাসিন্দা মরহুম আবু তালেব উদ্দিন ৩৭৬ আর. এস খতিয়ান ভূক্ত ১২৮৯ নম্বর দাগে ১৬ শতক জমি নিশ্চিন্তা দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদের নামে দানপত্র দলিল মূলে লিখে দেন। এরপর থেকে ওই জমি মসজিদের মুসল্লীরা ভোগদখল করে আসছেন। ওই জমি বর্তমান আর. এস (প্রিন্টপর্চা) মসজিদের নামে হয়েছে। কিছুদিন যাবৎ মরহুম আবু তালেব উদ্দিনের ছেলে ফকরুল ইসলাম তপন ওই জমি নিজের দাবী করেন এবং প্রভাব খাটিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন। যা এখনও অব্যাহত রয়েছে। এ নিয়ে তাদের সাথে ওই গ্রামে মুসল্লীদের কয়েক দফা বৈঠকও হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি। পরে মসজিদ কমিটির সভাপতি আরিফুর রহমান বাদী হয়ে জয়পুরহাট বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য গত সোমবার বিকেলে ১৪৪ ধারা জারি করে ক্ষেতলাল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। নির্দেশনা পাওয়ার পরও অজানা কারণে ওই জায়গায় ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে।
প্রভাবশালী ফকরুল ইসলাম বলেন, এই জায়গা সত্যিই আমার বাবা মসজিদের নামে লিখে দিয়েছিলেন বটে, কিন্তু ওই জমিতে চাষাবাদ না হওয়ায় মসজিদ কমিটির লোকজন দলিলমূলে ফেরত দিয়ে আমাদের অন্য জায়গা লিখে নিয়েছেন। বর্তমানে তারা সেই জমিই ভোগ করছেন। আজ এই জমি মুল্যবান হয়েছে তাই ওরা এমন উল্টাপাল্টা দাবী করছেন। আবার আদালতে আমার এবং আমার ছেলের নামে মামলাও করেছেন। আমিও আদালতে ওদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। তবে ১৪৪ ধারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা।
মসজিদের মুসল্লী মোজাফ্ফর হোসেন বলেন, ফকরুলের বাবা জমি দিয়েছেন, সে তো আর দেননি। দীর্ঘদিন ধরে সড়কের পাশের্^ ওই জমি মসজিদের দখলে ছিল। ওই জায়গার মালিক মসজিদ লিখে সেখানে একটি সাইনবোর্ডও ছিল। বেশ কিছুদিন ধরে তা আর দেখছিনা। ফকরুল একজন প্রভাবশালী ব্যাক্তি। ওর ভয়ে কেউ কথা বলতে পারেনা। বাধ্য হয়ে সভাপতি তার নামে মামলা করেছে। শুনছি ওই জায়গার উপর ১৪৪ ধারা জারি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আরিফুর রহমান বলেন, ফকরুলের বাবা ওই জমি দানপত্র দলিল মুলে মসজিদের নামে লিখে দিয়েছেন। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওই জমি নিজের বলে দাবী করে আসছেন। আসলে ও যা বলছে তা সবই মিথ্যা। তাকে অনেক বুঝানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বরং ফকরুল লোকজন পাহারা রেখে ওই জমিতে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। আদালতে মামলা করার পর বিচারক ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেছেন। তারপরও সে কাজ করছেন।
১৪৪ ধারা জারির বিষয় নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, মঙ্গলবার দুপুরে ্আদালতের নির্দেশ পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।