রাজবাড়ীতে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে সদর হাসপাতালে। ডায়রিয়া ওয়ার্ডে ১১ টি আসনের বিপরীতে শতগুন রোগী বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় হাসপাতালের মেঝেতে শুয়ে আছে ১ শত জন ডায়রিয়া রোগী। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ৩ দিন পর্যন্ত দেড়শত জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ৩ টি মেডিকেল টিম গঠন করে কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি ভালো ভাবে হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, পানি পানের ক্ষেত্রে সতর্ক থাকা সহ খাবার স্যালাইন বেশি বেশি খেতে হবে। সকল কে সচেতন হতে হবে।