নোয়াখালীর সেনবাগে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি যাকাত ফান্ডে বিত্তবানদের অর্থ প্রদান বিষয়ক একউদ্ধুদ্ধ করন সেমিনার মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ফাউন্ডেশন সেনবাগের ফিল্ড সুপারভাইজার শাহীন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ কেয়ারটেকার দাউদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। অনুষ্ঠানে ইসলামে যাকাত প্রদান বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সেনবাগ ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদের প্রতিনিধি আলী আক্কাস রতন, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সহ ইসলামি ফাউন্ডেশনের খতিব, ইমান,মোয়াজ্জে ও মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষকগণ। সেমিনারে বক্তরা সমাজের বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে অর্থ প্রদান বিষয়ে উপস্থিত খতিব,ইমান,মোয়াজ্জে ও মসজিদ ভিত্তিক মোক্তবের শিক্ষকগণ উদ্ধুদ্ধ করণের ওপর জোর দেওয়া হয়।