পটুয়াখালীর অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী শবিু লাল দাস (৬২) অপহরণরে শকিার হয়ছেনে। সঙ্গে তার ড্রাইভার মরিাজও (২৪) অপহৃত হয়ছে।ে গতকাল সােমবার রাত নয়টার দকিে গলাচপিা থকেে পটুয়াখালী শহররে নজি বাসায় ফরোর পথে এ অপহরণরে ঘটনা ঘটছে।ে
পটুয়াখালী পুলশি আজ ভোরে শবিু দাসরে ব্যবহৃত প্রাডো গাড়টিি পরত্যিক্ত অবস্থায় পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থকেে উদ্ধার করছে।ে
ড্রাইভারসহ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলশি অভযিান অব্যাহত রখেছে।ে
পারবিারকি সূত্র জানায়, অন্যান্য দনিরে মতো শবিু লাল দাস তার ব্যবসায়ীক কাজ সরেে ড্রাইভারকে সঙ্গে নয়িে বাসায় ফরিছলিনে। তার মালকিানাধীন আড়ত দাস এ্যান্ড ব্রার্দাসরে ম্যানজোর ভবরঞ্জন সরকার জানান, রাত সাড়ে দশটার দকিে তনিি শবিু লাল দাসকে ফােন করনে। কন্তিু ফোন বন্ধ পান। এরপর বষিয়টি পরবিারকে জানান।
এদিকে, গভীর রাতে শিবুর ফোন থেকে কল করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবী করার অভিযোগ করেছেন তার স্ত্রী অনিতা রানী দাস।
এ বষিয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলশি সুপার জানান, শিবু অপহরনের বেশকিছু ক্লু পাওয়া গেছে। এ মুহুর্তে তাকে উদ্ধার করতে জোর অভিযান অব্যাহত রয়েছে।