চট্টগ্রামের চন্দনাইশে মঙ্গলবার রাতে কে বা কারা ৪নং বরকল ইউনিয়ন পরিযদ ভবনে প্রবেশ করে চেয়ার টেবিল ও দেয়ালে টাঙানো বঙ্গবন্ধুর ছবি এবং আলমিরা ভেঙ্গে কাগজপত্র তছনছ করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দফাদার বদিউল আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে আনোয়ারা সার্কেল হুমায়ন কবির ও চন্দনাইশ থানায় ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।