চট্টগ্রামের চন্দনাইশে দলিল লেখক ও ষ্ট্যাপ ভেন্ডার সহকারি সমন্বয় সমিতির উদ্যোগে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। গতকাল ১২এপ্রিল মঙ্গলবার দ্বিতীয় দিনের মত উপজেলার গাছবাড়িয়া সাব-রেজিষ্ট্রারের অনৈতিক আচরণের কারণে কর্মবিরতি পালন করছেন সমিতির সদস্যরা। বিগত কোন সাব -রেজিষ্ট্রার আমনে এমন কোন অবস্থার সৃষ্টি হয়নি। ২২মার্চ নতুন রেজিষ্ট্রার যোগদান করার পর হতে এ সমস্যার সৃষ্টি হয়েছে তা নিরসন না হওয়া পর্য্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান সমিতির সভাপতি ও চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী। এদিকে সাব-রেজি:অফিসে লেখক সমিতি কর্মবিরতির কারণে অফিসের কার্যক্রমে নেমে এসেছে স্তবিরতা। এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রার শারমি পালিত অস্বীকার করে বলেন, সরকারি বিধি মতে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরো বলেন ,কাগজ পত্র টিক থাকলে রেজিষ্ট্রারী না করার প্রশ্নই আসে ন্।া তবে রেজি:সংক্লান্ত প্রযোজনীয় কাগজ দেখা নিয়ে মতানৈক্য সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।
ছবির ক্যাপশন:-চন্দনাইশের গাছবাড়িয়া সাব-রেজি: অফিসের সামনে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন দলিল লেখক সমিতির সদস্যরা।