পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা, রংপুর জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ও রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শাহানারা বেগম ব্যক্তিগত উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকার শতাধিক দরিদ্র নারীদের মধ্যে (ঈদ উপহার) নগত অর্থ বিতরণ করেন। সোমবার দুপুরে নগরীর মুন্সিপাড়ার নিজ বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তার ভাতিজি মোছাঃ হুসনে জাহান মনি ও মোছাঃ মল্লিকা। ঈদ উপহার বিতরণকালে সাবেক এই এমপি বলেন, সমাজের যারা বিত্তবান, তাদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। যার যত টুকু সামর্থ আছে তা দিয়ে অসহায়দের সহায়তা করতে হবে।