দোয়ারাবাজারে “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ” কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার থানা পুলিশের আয়োজনে (১১ এপ্রিল) সোমবার দুপুরে মহিবুর রহমান মানিক উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক শৈলেন চন্দ্র তালুকদার এর সভাপতিত্বে দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদার এর সঞ্চালনায় “বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক” কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অপহরণ, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। ওই মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলালধর। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর।