কুষ্টিয়ার দৌলতপুর সোমবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃখলা ও চোরাচালন নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহাম্মেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহাম্মেদ। আওয়ামী লীগ নেতা এমপির প্রতিনিধিঃ মোঃ টিপু নেওয়াজ, চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী, মোঃ আবদুল বাকী, আবদুর রশীদ বাবলু মোঃ খোয়াজ হোসেন। এ ছাড়া সভায় সরকারী কর্মকর্তা বিজিবি সদস্য, শিক্ষক, সংবাদিক উপস্থিত ছিলেন। সভায় দৌলতপুর সাবরেজিষ্টি অফিসে চাঁদ, ঘুষ, দূর্নিতি বন্ধ করে। নিয়মতান্ত্রিক ভাবে সাবরেজিষ্ট্রি অফিস চালুর ব্যাপারে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।