পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে টিয়াখালীর সাতআনি গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত ইউপি সদস্যের অভিযোগ টিয়াখালীর চার নং ওয়ার্ডের সাবেক মেম্বর শহিদ সিকদার ও তার ছেলে সাগর ও ভাই মোজাম্মেলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। গত নির্বাচনে পরাজয়ের জের ধরে এ হামলা হয়েছে। এর আগেও তাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে বলে তার অভিযোগ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, ইউপি সদস্যের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো থানায় অভিযোগ দেয়নি কোন পক্ষ।