মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে।
গতকাল রোববার সকালে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের গজারিয়া থানা প্রাঙ্গণে গৃহ নির্মাণ ও সার্ভিস ডেস্কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন,
ওসি তদন্ত তানভীর হাসান, ওসি অপারেশন মোক্তার হোসেন, গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মোজাম্মেল হোসেন সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন ঠাকুর, বিজয় টিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম নয়ন, দৈনিক ভোরের কাগজ ও স্থানীয় দৈনিক রজত রেখার উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল, ও নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা আইরিন সিদ্দিকা সহ অনেকেই।
এদিকে ভবেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী রুবিয়া বেগম পুলিশের উপহারকৃত ঘর পেয়ে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়ে।