ফরিদপুরের চরভদ্রাসন থানায় নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেক্স ও গৃহহীন একটি পরিবাররের কাছে গৃহ হস্তান্তর এর উদ্বোধনী অনুষ্ঠান সারা দেশের ন্যায় প্রধানমস্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার সকাল ১১ টায় অফিসার ইনচার্জের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গৃহহীন পরিবারের মাঝে একটি মানসম্মত গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেন চরভদ্রাসন থানা পুলিশ।
জানা যায়, প্রধানমস্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপজেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেঃ বেলাল হোসেন, প্রফেঃ মিজানুর রহমান, প্রফেঃ দিপঙ্কর দাস, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের সমাজ সেবক ও ব্যবসায়ীবৃন্দরা।
থানা সূত্র জানায়, অত্র থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স চালু হওয়ার পর থেকে অদ্যাবধি ৩৭১ জন সেবা প্রত্যাশিদের সেবা প্রদান করা হয়েছে। অত্র থানায় এ সেবাটি ২৪ ঘন্টার জন্য চালু রয়েছে। এসব সেবা দানের মধ্যে রয়েছে সমাজের নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে এবং তাদের অধিকার রক্ষায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা। এ ছাড়া উপজেলার বয়স্ক ও প্রতিবন্ধী ব্যাক্তিদের প্রতি সমাজের অবহেলা, অন্যায়, অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত শক্তহাতে আইনানুগ ব্যাবস্থা নিয়ে তাদের মধ্যে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার একটি অসহায়, নিঃস্ব ও গৃহহীন পরিবারের মাঝে মানসম্মত একটি গৃহ হস্তান্তর করা হয়। ওই হত দরিদ্র পরিবারটি হলো উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামের মৃত কাদের ফকিরের স্ত্রী সোনাই বিবি (৬০)। তাকে তিন শতাংশ জমির উপর একটি গৃহ প্রদান করেন বাংলাদেশ পুলিশ। নতুন গৃহ পেয়ে বৃদ্ধা সোনাই বিবি জানায়, “ জীবনভর মাইনষের বাইরতে বাইরতে দয়ায় পরবাস থাকছি, শেষ বয়সে পুলিশ ভাইরা আমারে পাহা ঘর দিছে, খুব ভাল ঠেকতাছেরে বাজান। অহনকার পুলিশে মাইনষেরে অনেক উপকার করে। দোয়া করি আল্লায় তাগো ভালো রাহুক”।